দুর্নীতি ইস্যু! হিলিতে দ্বিধাবিভক্ত শাসক শিবির, প্রাক্তন তৃণমূল প্রধানের তোলাবাজির বিরুদ্ধে পোস্টার বিক্ষুব্ধদের

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ২ নভেম্বর: নতুন জেলা সভাপতি গঠনের ৬ মাস না পেরোতেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হিলির তৃণমূল শিবির। দুর্নীতি ইস্যুতে কয়েকশো পোস্টার ছাপিয়ে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে মাঠে নামল অপর এক গোষ্ঠীর লোকেরা। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে হিলি ব্লকের এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। সোমবার হিলির ত্রিমোহিনী এলাকার এমন ঘটনা নিয়ে পুলিশ না পৌঁছালেও স্থানীয় কিছু লোকজনই ওই সব পোস্টার ছিঁড়ে ফেলেছেন।

দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতিতে সীমান্ত শহর হিলির বিশেষ গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক বহির্বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি চোরা কারবারের অন্যতম স্বর্গরাজ্য হিসাবেই চিহ্নিত। যার দখল রাখতে পারলেই জেলার হাল ধরে রাখা সম্ভব যে কোনো রাজনৈতিক দলেরই। আর যেখানেই গোষ্ঠীদ্বন্দ্বে টালমাটাল অবস্থা শাসকদল তৃণমূল কংগ্রেসের। নতুন জেলা সভাপতি গঠনের কয়েক মাস না পেরোতেই প্রাক্তন প্রধানের বিরুদ্ধে নানান দুর্নীতি নিয়ে পোষ্টার পড়তে শুরু করেছে ত্রিমোহিনীতে। জেলার রাজনৈতিক ইতিহাসে যা বিরলতম ঘটনা বলেই মনে করছেন অনেকেই। স্থানীয় এক গোষ্ঠী নিজেদের তৃণমূল বাঁচাও কমিটি নাম দিয়ে ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উজ্জ্বল মন্ডলের নামে প্রায় শতাধিক পোস্টার সেঁটে দিয়েছেন এলাকায়। তোলাবাজি, সিন্ডিকেট রাজ সহ একাধিক বিষয়ে ত্রিমোহিনী বাজারের বিভিন্ন এলাকায় এমন পোস্টার দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্লক কমিটি ঘোষণার আগেই প্রাক্তন প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই অপর গোষ্ঠীর এমন ক্ষোভ বিরোধী দলকে লড়াইয়ের জায়গা করে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

যদি এমন ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, যারা দলকে ভালোবাসে তারা কখনো এমন কাজ করতে পারে না।

হিলির বিজেপি নেতা জয়ন্ত প্রামাণিক জানিয়েছেন, কার নামে পোস্টার পড়ল সেটা বড় কথা নয়। তৃণমূল দলটাই তোলাবাজির দল। আগামী বিধানসভা নির্বাচনে মানুষই এর জবাব দেবেন।

আরএসপি নেতা নিতাই বসাক জানিয়েছেন, এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। তাই কিছু বলার নেই। দুর্নীতিকে মানুষ কখনোই মেনে নেবে না।

যদিও ওই তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান উজ্জ্বল মন্ডল জানিয়েছেন, বিষয়টি তিনি দেখেননি তবে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়েছেন। তিনি কোনও দুর্নীতি বা সিন্ডিকেট রাজে যুক্ত নয়। যারা এমন কাজ করেছেন তাদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *