আমাদের ভারত, কলকাতা, ৮ মে: ডাক বিভাগের কলকাতা রিজিয়নের একটি স্মরণীয় মুহূর্ত ধরা পড়ল যোগাযোগ ভবনে। ডাক বিভাগের বিভিন্ন পরিষেবার উপর নির্ধারণ করে কর্তৃপক্ষ সন্মান সূচক পুরস্কার দেয়। ২০২৩-২০২৪ অর্থবর্ষে ‘কলকাতা রিজিয়ন’ চারটি বিভাগে প্রথম স্থান দখল করল।
সূত্রের খবর, ‘পি এল আই প্রিমিয়াম কালেকশন’, ‘পার্সেল রেভিনিউ’, ‘নেট অ্যাকাউন্ট অ্যাডিশন’ এবং ‘পি ও এস বি রেভিনিউ’— এই চার বিভাগে কৃতিত্বের পুরস্কার পেয়েছে কলকাতা রিজিয়ন।
ছবিতে পোস্ট মাস্টার জেনারেল (কলকাতা রিজিয়ন) সঞ্জীব রঞ্জন ও অনান্য বিভাগীয় প্রধান আধিকারিকদের দেখা যাচ্ছে। এই ধরনের পুরস্কার ভারতীয় ডাক বিভাগের প্রতিটি সার্কেলে প্রতি বছর দেওয়া হয়। বুধবার ডাক দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে।