রাজেন রায়, কলকাতা, ২৮ জুলাই: স্কুল কলেজ খোলা নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। এ দিন নবান্নে লকডাউনের দিন ঘোষণা করার পর জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের পর থেকে একদিন অন্তর খুলতে পারে স্কুল কলেজ।
মুখ্যমন্ত্রী জানান, সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপরে। পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন। কিন্তু সংক্রমণ পরিস্থিতি এখনকার মতো বাড়াবাড়ি পর্যায়ে থাকলে এই পরিকল্পনা বাতিলও ঘোষণা করা হতে পারে।
তবে স্কুল খুললেও রোজ স্কুলে যেতে হবে না পড়ুয়াদের। একদিন পর একদিন পঠনপাঠন হবে প্রতিটি ক্লাসে। এভাবেই পুজোর ছুটি পর্যন্ত চলবে পঠনপাঠন।

