সাথী দাস, পুরুলিয়া, ৪ সেপ্টেম্বর: করোনা পজিটিভের সংখ্যা পুরুলিয়া জেলায় বাড়ছে, আর তাই আরও কঠোর ভাবে মোকাবিলা করতে তৎপর হয়েছে পুলিশ। মাস্ক না পরে রাস্তায় বেরোলেই আটক করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশের তৎপরতা পুরুলিয়া শহরে বেশি করে দেখা গিয়েছে। পুরুলিয়া সদর থানার পুলিশ রাস্তায় যাতায়াতকারীদের মাস্ক না পরা ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী আজ ৬১ জনের পজিটিভ রিপোর্ট আসে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৫৫৩ তে। সক্রিয় রয়েছেন ৭৮৯ জন। সুস্থতার হার কমে গিয়ে দাঁড়াল ৪৮.৯৪ শতাংশ। আজকের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় ২ জন মারা যান। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪ জন।

