আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ অক্টোবর:
লক্ষ্মীপুজোর আগেই হাবড়া শহরের বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি নিষিদ্ধ শব্দ বজি বাজেয়াপ্ত করল হাবড়া থানার পুলিশ। পরবর্তীতে হাবড়া থানার পুলিশ এবং হাবড়া দমকল বিভাগের সাহায্যে হাবড়ার বাণীপুরের একটি নির্জন জায়গায় সেই শব্দ বাজিগুলো দমকল কর্মীরা জল দিয়ে নষ্ট করে মাটির তলায় গর্ত করে পুঁতে দেয়। মূলত লক্ষ্মী পুজোর দিন শব্দ দানবের হাত থেকে এলাকার বাসিন্দাদের রক্ষা করতেই প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজিগুলো নিষ্ক্রিয় করার পরেই একটি জেসিপি গাড়ি দিয়ে মাঠের মধ্যে গর্তখুড়ে নিষ্ক্রিয় বাজিগুলো মাটির নীচে চাঁপা দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগে নিষ্ক্রিয় করা শব্দবাজি হাবড়া থানায় নিয়ে আসার পর বিস্ফোরণ ঘটে ছিল। সেই ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী সহ স্থানীয় দুই বাসিন্দা। এরপর থেকেই বাড়তি সর্তকতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। আটক হওয়া শব্দ বাজি দমকলের সাহায্যে জল দিয়ে নির্জন এলাকায় নিষ্ক্রিয় করা হয়েছে, যাতে সাধারণ মানুষের বিপদের সম্ভাবনা কম থাকে। বর্তমান করোনা আবহে যাতে শব্দ বাজির কারণে কোনও ভাবেই বাতাসে দূষণ না ছড়ায়, সেই কারনে শব্দবাজি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।