পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: খড়্গপুর শহরে দূষণের ইনডেক্স দ্রুত বাড়ছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার খড়্গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে অনিল দাস জানান, খড়্গপুর শহর সংলগ্ন এলাকায় থাকা বেশ কয়েকটি ইস্পাত কারখানা দূষণ প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাতাসে বাড়ছে সিলিকনের কণা। মানুষের ফুসফুসের সংক্রামক রোগ হচ্ছে। বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা শাসক খুরশেদ আলি কাদেরি।
রশ্মি মেটালিক্স- এর পক্ষ থেকে তপন নাগ জানান, রাজ্য ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমস্ত নিয়ম কানুন মেনে চলেন তাঁরা। রাস্তায় এবং রাস্তার পাশে থাকা গাছগুলিতে নিয়মিত জল ছেটানো হয়। খড়্গপুর ও ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় তাঁদের যে ইস্পাত কারখানা সেখান থেকে দূষণ হয় না। তাঁদের কারখানার ৬০ মিটার ও ৯০ মিটার চিমনিতে বসানো রয়েছে ইএসপি ফিল্টার। বাতাসে দূষণ ছড়ানো হচ্ছে কিনা তা জানতে কল্যাণপুর, বড়কলা, রাজগ্রাম, পাঁচকুলিয়ায় বসানো হয়েছে বাতাসের দূষণের মান নির্ণয় করার মনিটর।
তিনি আরো জানান, সব কিছু রাজ্য ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নজরদারিতে রয়েছে। তাই রশ্মি মেটালিক্স দূষণ ছড়াচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা ঠিক নয়।