আমাদের ভারত, ১২ জুলাই: “আবার একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সেলিম বক্স মণ্ডলকে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের কন্ট্রোলার অফ এক্সামিনেশন হিসেবে নিয়োগ করা হয়েছে। শনিবার এই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডলে শুভেন্দুবাবু লেখেন, “তিনি ববি হাকিম ও তোলাবাজ ভাইপোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, এবং এই নিয়োগের মাধ্যমে কলেজগুলোতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ব্যবস্থার দায়িত্ব তাঁর হাতে চলে যাচ্ছে।
এই পদে তাঁর নিয়োগ শুধুমাত্র তাঁর প্রভাব বাড়ানোর জন্য নয়, বরং রাজ্যের শিক্ষাব্যবস্থায় পক্ষপাতিত্বের পথ খোলার একটি চক্রান্ত। কিছুদিনের মধ্যেই কলেজে অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, এবং এই পদে তাঁর নিয়োগর মাধ্যমে তোষণের রাজনীতি করে কিছু বিশেষ জনগোষ্ঠীর ব্যক্তিদের শিক্ষাকর্মী হিসেবে নিয়োগের রাস্তা প্রশস্ত করা হচ্ছে।
এই ভাবে এক তরফা নিয়োগের চক্রান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। আমাদের শিক্ষাব্যবস্থা স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত, নয়তো ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য অন্ধকার হয়ে যাবে।”