গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৩ জানুয়ারি: রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা গোঘাটে।
গোঘাটের রেল স্টেশন চত্তর এলাকায় বিজেপির লাগানো পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, ভোটের আগে শাসক দল ভয় পেয়ে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এই ঘটনায় যদি দোষীরা শাস্তি না পায় বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী দোলন দাস।
যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। তারা বলেন তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্য রাজনীতি করে না।

