দুর্গাপুরে বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর

আমাদের ভারত, দুর্গাপুর, ৪ নভেম্বর :
দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকায় বোমা উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। বোমা উদ্ধার ঘিরে দুর্গাপুরে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপান উতোর।

বুধবার সকাল নাগাদ স্থানীয় এক যুবক রান্নার জন্য ওই এলাকায় কাঠ কুড়াতে যায়। সেই সময় সে তিনটে বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দিন কয়েক আগে ওই এলাকায় নবনির্মিত গাঁওতা কার্যালয় তৈরি করে বিজেপি। সেখানে বিজেপি বোমা মজুত করে রাখে।
অন্যদিকে বিজেপির অভিযোগ, যেহেতু তাদের নতুন কার্যালয় তৈরি করা হয়েছে সেই কারণেই কোনও ঘটনা ঘটনোর পরিকল্পনা করে তৃণমূল বোমা রেখেছে।

তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সভাপতি প্রশান্ত ঘোষ বলেন, সকালে তিনটা বোম পাওয়া গেছে। কিছুদিন আগে বিজেপির দলীয় কর্মীরা দলবেঁধে এখানে খাওয়া-দাওয়া করে। বিজেপির লোকেরাই এখানে বোমাগুলো রেখে গেছে। তারা তৃণমূলকে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিক।

আদিবাসী গাঁওতার সদস্য, রঞ্জন মাইতি বলেন, দুর্গাপুরের কমলপুর মহন্তবাড়ি এলাকায় বোমা উদ্ধার হয়েছে। সকালবেলা স্থানীয় একটা ছেলে বাড়িতে রান্না করার জন্য কাঠ কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিল। ভাঙ্গা ডালপালা সরাতে গিয়ে দেখে সুতলি দিয়ে বাঁধা গোল গোল তিনখানা বস্তু পড়ে আছে। তার সন্দেহ হয় এটা বোমা হতে পারে। সে স্থানীয়দের খবর দেয়। গত ১ নভেম্বর এখানে গাঁওতা অফিসের উদ্বোধন করা হয়। সেখানে আমরা খাওয়াদাওয়া করি। সেই কারণে শাসক দলের লোকেরা কিছু করার জন্যই হয়তো বোমা রাখার পরিকল্পনা করে। সেদিন শাসক দল আমাদের বাধা দিয়েছিল। শাসক দল আমাদের সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *