আমাদের ভারত, নন্দীগ্রাম, ৭ জানুয়ারি : নন্দীগ্রামে শহীদ স্মরণ অনুষ্ঠান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ৭ জানুয়ারি নন্দীগ্রামে শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবছরও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সদ্য বিজেপিতে যোগদান কারী প্রাক্তন তৃণমূল নেতা তথা রাজ্যমন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারী।
প্রতিবছরই তিনি দিনটি নন্দীগ্রামে পালন করেন। এ বছরও তার অন্যথা হয়নি। গতকাল রাতেই প্রথমে শহীদ বেদীতে মোমবাতি জ্বালান তিনি। তবে অন্যান্য বছর ভোর সাড়ে চারটে নাগাদ শুভেন্দু আসেন, এবারে রাত বারোটাতেই মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপরে আসরে নামে তৃণমূল। ভোর চারটে চল্লিশ নাগাদ শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পথসভা ও করেন তৃণমূল নেতৃত্ব। সুব্রত বক্সী ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হয় ভাঙ্গাবেড়াতে।
এরপর নন্দীগ্রামের সীতানন্দ কলেজের মাঠে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সেই কর্মীসভায় এসে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন সুব্রত বকসী। কর্মীসভায় রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন তিনি।
নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে একই কর্মসূচি পালিত হল। দুই কর্মসূচিস্থলের মধ্যে দূরত্ব খুব একটা ছিলনা বললেই চলে। দুপক্ষই ভূমি রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এই অনুষ্ঠান করেছে। তবে এই নিয়ে দু-চার দিন আগে থেকেই সরগরম ছিল রাজনীতির মঞ্চ।