আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ আগস্ট: অয্যোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিন দেশের বিভিন্ন প্রান্তে যখন শ্রীরাম চন্দ্রের পুজোর আয়োজন চলছে ঠিক তখন দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার অন্তর্গত শিমূলবেড়িয়ার শীতলার ঠেক এলাকায় শিবের মূর্তি বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। লকডাউনের দিন লোকজন এই ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হলে ঢোলাহাট থানার পুলিশ কর্মীরা তাতে বাধা দেন। ঘটনায় পুলিশের সাথে স্থানীয় মানুষদের বিবাদ বাধলে এক পুলিশ কর্মী গুরুতর জখম হন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শিমূলবেড়িয়ার শীতলা ঠেক এলাকায় একটি শিবলিঙ্গ বসানোকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। লকডাউনের দিন এই ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ বাধা দিতে গেলেই ঝামেলা হয়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সেখানেও জনতা পুলিশ খন্ড যুদ্ধ হয়। আরও কয়েকজন পুলিশ কর্মী সেই ঘটনায় আক্রান্ত হয়। এরপর পুলিশ এলাকায় ব্যাপক লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় এনিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।

