সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ এপ্রিল: ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। পুলিশ বোঝাতে গেলে বচসায় জরিয়ে পড়ে বিক্ষোভকারীরা। এরপর হাতাহাতি। এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় রয়েছে উত্তেজনা। বুধবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অশ্বত্থ তলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খব, এদিন দূরত্ব বজায় রেখে করোনা সচেনতার বার্তা দিয়ে সকাল আটটা থেকে বসিরহাট ও বনগাঁর অশ্বততলার রাস্তা থালা হাতে
অবরোধ করেন দাসপাড়া ও কাহারপাড়া এলাকার কয়েকশো গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় গ্রামবাসীর। পুলিশকে মারধর করলে, পুলিশ লাঠি চালায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা ঠিকমত ত্রাণ পাচ্ছে না। রাজনৈতিকভাবে বৈষম্য করা হচ্ছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে, এই পৌরবাসীর অবরোধ করার পিছনে কোনও রাজনৈতিক ধারা প্রবাহিত হয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হবে।