আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জানুয়ারি: ঝাড়গ্রাম থানার কাছে পুলিশের গাড়ি ধাক্কা মারল এক বাইক আরোহীকে। থানা থেকে মাত্র একশো মিটার দূরে পুলিশের গাড়ির ধাক্কায় আহত হন বাইক আরোহী। থানা সংলগ্ন ঘোড়াধরা পার্কের কাছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি বোলেরো গাড়ি স্টেডিয়ামের দিক থেকে আসছিল। ওই সময় ঘোড়াধরা পার্কের কাছে একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পরই এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়ে। তারপর পুলিশের উদ্যোগে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


