নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ নভেম্বর:
মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে আন্দোলন করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে আটক কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে তারাতলায় জমায়েত করেন বিজেপি কর্মীরা। সেখান থেকে মিছিল করে মাঝেরহাট ব্রিজের দিকে যেতেই বিজেপি কর্মীদের আটকায় পুলিশ। তারপরই কলকাতা পুলিশ কর্মীদের সঙ্গে তর্ক যুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। শুরু হয় উত্তেজনা। এর মধ্যেই কলকাতা পুলিশের অভিযোগ বিজেপি কর্মীরা পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়েছেন। পাল্টা পুলিশও বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
পুলিশের লাঠিচার্জ শুরু হতেই বিজেপি কর্মীরা আরো উত্তেজিত হয়ে পড়েন। বিজেপি কর্মীরা পুলিশের গার্ডওয়ালগুলি আছাড় মারতে শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসের কাঁচ ভাঙ্গতে শুরু করেন বিজেপি কর্মীরা। তা দেখামাত্র পুলিশ লাঠিচার্জ শুরু করতে থাকে নির্বিচারে। পুলিশের তাড়া খেয়ে চায়ের দোকানে ঢুকে যাওয়া বিজেপি কর্মীদের দোকান থেকে বের করে মারে পুলিশ কর্মীরা।
পুলিশের লাঠির আঘাতে প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে বিজেপি কর্মীরা আন্দোলন করছিল। সেই আন্দোলনে পুলিশ নির্বিচারে লাঠি মেরেছে।