পুজোয় মাস্ক পরা বাধ্যতামূলক করতে রাস্তায় নামল পুলিশ

আমাদের ভারত, হাওড়া, ২০ অক্টোবর: দেশে করোনার সংক্রমণ কমলেও রাজ্যে সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুজোর আগে রাজ্যে সংক্রমণের এই চিত্র স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা বাড়িয়েছে। চিকিৎসকদের সতর্কবাণী পুজোর সময় করোনা সুরক্ষা বিধি সঠিকভাবে মানা না হলে পুজোর পর বিপদ বাড়বে।আর চিকিৎসকদের এই সতর্কবার্তাকে মাথায় রেখে মঙ্গলবার সকাল থেকেই কোমর বেঁধে রাস্তায় নামল উলুবেড়িয়া থানার পুলিশ।

এদিন সকালে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জনবহুল এলাকায় মাইকিং করে জনগণকে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার ব্যাপারে সচেতন করেন। তিনি সকলকে সতর্ক করেন পুজোর সময় মাস্ক না পরে রাস্তায় বের হলে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন পুলিশের পক্ষ থেকে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

অন্যদিকে, এদিন উলুবেড়িয়া থানার উদ্যোগে শহরের একাধিক পূজামণ্ডপের বাইরে স্যানেটাইজ করা হয়। পুলিশ প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে নিয়মিত মাইকিং করে সকলকে মাস্ক পড়ার ব্যাপারে সতর্ক করা হবে। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপের বাইরে স্যানেটাইজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *