পুজো কমিটিগুলি হাইকোর্টের নির্দেশ মানছে কিনা খতিয়ে দেখতে কোলাঘাটে মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর ২১ অক্টোবর: দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটলেও এবছর মহামারী কোভিডের কারণে কার্যত নিরাশ আপামর বাঙালি থেকে শুরু করে পুজো কমিটিগুলি। কারণ হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রত্যেকটি পুজো মণ্ডপ “নো এন্ট্রি জোন” করে দেওয়া হয়েছে। এবার সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ময়দানের নামল জেলা পুলিশ। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত নতুন বাজার এলাকায় সংকেত /ছাত্র সংঘ ও কোলাঘাট এভারগ্রিন সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশানের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব সহ আধিকারিকরা। এই দিন বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে সরকারি গাইডলাইন পুজো উদ্যোক্তারা মেনে চলছে কি না এবং গাইডলাইন সম্পর্কে কতটা সচেতন সেই বিষয়ে খতিয়ে দেখলেন পুলিশ সুপার সুনীল কুমার যাদব। পাশাপাশি দর্শনার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোভিডের আবহে পুজো নিয়ে পুজো কমিটির সঙ্গে আলোচনা করেন তিনি।

এলাকা ঘুরে দেখে পুলিশ সুপার সুনীল কুমার যাদব জানান, আমরা জেলার সমগ্র এলাকায় যেখানে বড়
পুজোগুলি হয় সেই সব এলাকা সহ পুজো মণ্ডপগুলি পরিদর্শন করছি। হাইকোর্টের নির্দেশ অনুসারে করোনা আবহে কি কি পদক্ষেপ নিয়েছে পুজো কমিটিগুলি সেই বিষয় খতিয়ে দেখছি আমরা। পাশাপাশি দমকল বিভাগের বিভিন্ন নির্দেশ মেনে চলছে কি না সে বিষয়ও খতিয়ে দেখছি আমরা। এর পাশাপাশি এলাকার দর্শনার্থীদের সচেতন করলেন তিনি। তিনি বললেন, অবশ্যই বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে। হাইকোর্টের নির্দেশ পালন করতে করোনা আবহে দুর্গাপুজোকে ঘিরে কার্যত তৎপর যে পুলিশ প্রশাসন সেটা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *