আমাদের ভারত, মালদা, ১২ মে: করোনার গুজবকে কেন্দ্র করে। মালদার হরিশ্চন্দ্রপুর থানা রসিলা বাগ এলাকায় বাড়ি ভাঙ্গচুর চালানো হয়। পাশের মন্দিরে থাকা প্রণামী বাক্স লুট করা হয়। প্রতিমার সোনা রুপোর গয়না লুট করা হয়। গোটা ঘটনা নিয়ে টুইটারে তাঁর প্রতিক্রিয়া দেন রাজ্যপাল। গতকালই তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপরই আজ ওই গ্রামে যাওয়ার চেষ্টা করেন উত্তর মালদার বিজেপি সংসদ খগেন মুর্মু। কিন্তু তাঁকে আটকায় পুলিশ। তাঁকে ওই গ্রামে যেতে দেওয়া হয়নি।
পুলিশের বাধায় বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয়। হরিশ্চন্দ্র পুরের ঘটনা নিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন সাংসদ। সাংসদের ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসাম বেনাজির নুর। তিনি বলেন, এতদিন খগেন মুর্মুকে দেখা যায়নি। হরিশ্চন্দ্রপুর এলাকার করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। রাজনীতি করতে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে যাচ্ছিলেন। তিনি যে দাবিগুলি করছেন সেগুলি ভিত্তিহীন।