আমাদের ভারত, রামপুরহাট, ১৭ ফেব্রুয়ারি: আধার কার্ড তৈরির লাইনে বিশৃঙ্খলা থামাতে লাঠি চার্জ করতে হল পুলিশকে। সোমবার ভোর থেকে রামপুরহাট প্রধান ডাকঘরে আধার কার্ড তৈরির লম্বা লাইন পড়ে যায়। রামপুরহাট শহরের প্রাণ কেন্দ্র পাঁচমাথা মোড়ে প্রচুর মানুষের জমায়েত হওয়ায় দেশবন্ধু রোডে যানজটের সৃষ্টি হয়। মানুষের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পুলিশকে লাঠি চার্জ করতে হয়।
নতুন আধার কার্ড তৈরি এবং সংযোজন-সংশোধনের জন্য মানুষকে প্রতিনিয়ত হয়রানি হতে হচ্ছে। কেউ কেউ প্রতিদিন লাইনে দাঁড়িয়ে কোটা পূরণ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরছেন। এই হয়রানি দূর করতে রামপুরহাট প্রধান ডাকঘরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করার দিন ধার্য করা হয় এদিন। ঠিক হয় এদিন যারা যারা লাইনে দাঁড়াবেন তাদের হাতে একটি চিরকুটে নতুন আধার কার্ড কিংবা সংযোজন-সংশোধনের দিন ও সময় দিয়ে দেওয়া হবে। প্রতিদিন ২০ জন করে মানুষের কার্ড তৈরি করা হবে। এই বিজ্ঞপ্তি জারি করার পর সপ্তাহের প্রথম দিন ভোর থেকে লম্বা লাইন দেখা যায়। বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে। ডাকঘরের গেট খুলতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠি চার্জ করে কিছু মানুষকে হঠিয়ে দেয়।
রামপুরহাট ডাকঘরের পোষ্ট মাষ্টার সালিউদ্দিন আহমেদ বলেন, “প্রতিদিন ২০ জনের আধার কার্ড করা হবে। সেই মর্মে নাম নথিভুক্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এদিন যারা লাইন দিয়েছিলেন তাদের হাতে দিন ও সময়ের চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দিনে এসে তারা আধার কার্ড করিয়ে নিতে পারবেন। প্রতিদিন লাইনে দাঁড়ানোর হয়রানি থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত”।