আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি:
বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি পালন করলো জেলা বিজেপি কর্মীরা সমর্থকেরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। তাদের দাবি, কালিয়াগঞ্জ বিধানসভার ৯ নম্বর বরুয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সহ ঝাপন ও মেদিনীপুর গ্রামের বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও গ্রেপ্তারের প্রতিবাদে, পাশাপাশি প্রকৃত দোষীদের শান্তির দাবিতে এদিনের থানা ঘেরাও করে কর্মীরা। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছেন জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।