আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: দিল্লির ঘটনায় পুলিশের আরও কড়া মনোভাব নেওয়া উচিত ছিল। সোমবার দলের রাজ্য সদর দফতরে এইকথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছে, অগ্নিসংযোগ করে সম্পত্তি নষ্ট করছে। তারপরেই পুলিশ আলন্দোলনকারিদের চা খাওয়াবে? হিংসাত্বক অন্দোলনে পুলিশের কড়া হওয়াই উচিত ছিল বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। এরপরেই এই ঘটনার জন্য কারা দায়ী তা নিয়ে রীতিমতো প্রশ্ন তোল্লেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, সিএএ বিরোধী আন্দোলন পুরোপুরি ফ্লপ হয়েছে। তাই আন্দোলনকারিরা নিজেদের মুখ রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে। আর তাদের মদত দেওয়ার জন্য বিরোধীদের সমালোচনা করলেন দিলীপ ঘোষ। এদিন ট্রাম্পের নৈশভোজ এড়িয়ে যাওয়ার জন্য লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওনাকে বৈঠকে ডাকলে উনি যান না। আর পুলিশ ব্যাবস্থা নিলেই অধীর বাবু তার সমালোচনা করেন। এরপরেই বহরমপুরের সাংসদকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আসলে অধীর চৌধুরী নিজে গান্ধী বংশ ছাড়া আর কিছু বোঝেন না।