স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ সেপ্টেম্বর: দু’লক্ষ টাকার বেআইনি বিলিতি মদ আটক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুনীল দাস। ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করে পুলিশ। বিপুল পরিমান বেআইনি বিলিতি মদ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ভুসামনি এলাকায় একটি বাড়ি থেকে ২৬ কার্টুন বিলিতি মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয় সুনীল দাস নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে একটি বোলেরো গাড়ি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গিয়েছে, ওই বোলেরো গাড়ি করেই বেআইনি বিলিতি মদ পাচার করা হচ্ছিল। ধৃত ব্যক্তি সুনীল দাসকে মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।