রাসের প্রতিমা নিরঞ্জনে পুলিশ সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করায় শান্তিপুরে জাতীয় সড়কে ঠাকুর নামিয়ে অবরোধ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৪ ডিসেম্বর:,
পুলিশ ডিজে বাজানো আটকে দেওয়ায় এবং তা বাজেয়াপ্ত করায় ঠাকুর নামিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দুটি বারোয়ারী পুজোর লোকজন। নদীয়ার শান্তিপুরের ঘটনা।

হাইকোর্টের নির্দেশ না মানায় ডিজে বাজানোর অভিযোগে
সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করায় শান্তিপুরে জাতীয় সড়কে ঠাকুর নামিয়ে পথ অবরোধ করলো বারোয়ারির উদ্যোক্তারা। শান্তিপুর থানার বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের রাসের নটরাজ এবং নতুন পাড়া বারোয়ারির রাসের নারায়ণের মূর্তি নিয়ে বিসর্জন দিতে যাচ্ছিল রাত আটটার সময়। সেই সময় জাতীয় সড়কের ওপর ওই দুই বারোয়ারির সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে শান্তিপুর থানার পুলিশ। ফলে ক্ষোভে ফেটে পড়েন তারা।

পথের মাঝে নটরাজ এবং নারায়ণের মূর্তি নামিয়ে পথ অবরোধ করেন তারা। দুটো বাঁশ দিয়ে সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। উত্তেজিত জনতার সঙ্গে বচসা বাধে পুলিশের। তাদের দাবি মেনে সাউন্ড সিস্টেম ফেরৎ দিলে পঁচিশ মিনিট পর বারোয়ারিদের তরফ থেকে সিদ্ধান্ত বদল করা হয়। রাস্তার উপর ফেলে রাখা ঠাকুর বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাসের আগের দিনই মাইকে প্রচার করা হয়েছিল হাইকোর্টের নির্দেশ সহ প্রশাসনিক একগুচ্ছ বিধিনিষেধ। করোনা আবহে সতর্কতার পাশাপাশি ডিজে বক্স বাজানোর ওপরে ছিল নিষেধাজ্ঞা। তাই সরকারি আইনকে মান্যতা দিয়েই তারা এই মাইক বাজেয়াপ্ত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *