আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ অক্টোবর: শুক্রবার কাঁথি পুরসভার দুর্নীতির তদন্তের পাশাপাশি শনিবার হলদিয়া পুরসভাতেও দিনভর প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদকের সময়কার নথি সংগ্রহ করল পুলিশ। শনিবারও সকাল থেকে শ্যামলবাবুর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগে তদন্ত করছে পুলিশ। হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডের নেতৃত্বে চলে এই তল্লাশি।
২০২১ সালের আগস্টে টেন্ডার দুর্নীতি নিয়ে হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে এফআইআর করে তৎকালীন পুরবোর্ড। এছাড়াও গত ২৯ শে সেপ্টেম্বর ফের হলদিয়ার ভবানীপুর থানায় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মামলায় ফের নতুন করে এদিন তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে মহকুমা পুলিশ সূত্রে। এদিন সকাল সাড়ে ১০টা থেকে পুরসভায় পুরনো নথি সংগ্রহের কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে, মহকুমাশাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, মহকুমার বিভিন্ন থানার ওসি, পুলিশ আধিকারিকরা। শ্যামলবাবুর সময়কার বিভিন্ন ফাইল সংগ্রহ করেন পুলিশ আধিকারিকরা। শ্যামলকুমার আদক অবৈধভাবে নিজের এবং আত্মীয়স্বজনদের ঠিকাদারি সংস্থাকে পুরসভার কাজের টেন্ডার দিয়েছেন বলে অভিযোগ। সেই কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার সংস্থাকে ফুলপেমেন্ট অর্থাৎ পুরো টাকা মেটানোর অভিযোগ ওঠে। কোথাও সেই কাজ অদৌ হয়নি, কোথাও মাঝপথে আটকে ছিল। কিন্তু ঠিকাদার সংস্থা টাকা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠে। ২০২১ সালের ১৬ আগস্ট রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পুর কর্তৃপক্ষকে এই মর্মে একটি এফআইআর করার নির্দেশ দেয় পুরসভাকে। পুরসভার তৎকালীন এগজিকিউটিভ অফিসার থানায় এই মর্মে এফআইআর দায়ের করেন। ওই বছর ২১আগস্ট রাজ্যের নির্দেশে তদন্ত শুরু করেন তৎকালীন মহকুমাশাসক লক্ষ্মণ পেরুমল আর।

হলদিয়ার এসডিপিও বলেন, একটি মামলার তদন্তে এদিন পুরসভায় এসেছিল পুলিশ। মামলা সংক্রান্ত বেশ কিছু নথি সংগ্রহ করেছে পুলিশ। জানা গিয়েছে, এদিন পুরসভা চত্বর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। আজ দিনভর পুলিশ তদন্ত চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর থানার পাশাপাশি শ্যামলবাবুর নামে হলদিয়া থানাতেও মামলা রয়েছে। এদিন পুরসভার বাছাই করা কর্মীদের নিয়ে নথি সংগ্রহ করা হয়।

