অর্জুনের বিরুদ্ধে ১০০ কোটির বেশি তছরুপের অভিযোগে তল্লাশি পুলিশের, ষড়যন্ত্র বলে দাবি বিজেপির

রাজেন রায়, কলকাতা, ১৯ আগস্ট: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বরাবরই শাসকদল তৃণমূলের কাছে রাজনৈতিক পথের কাঁটা। গত লোকসভা ভোটের পর থেকেই অর্জুন সিং এর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল কর্মীরা, কিন্তু লাভ হয়নি। এবার
অর্জুন সিং এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ আনল প্রশাসন। যদিও পুরোটাই ষড়যন্ত্র বলে দাবি বিরোধীদের।

জানা গিয়েছে, ভাটপাড়া কো অপারেটিভ ব্যাঙ্কে ১০০ কোটির বেশি পরিমাণ ও ভাটপাড়া পুরসভায় কমপক্ষে ৫ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে অর্জুনের বিরুদ্ধে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া কো অপারেটিভ ব্যাঙ্ক থেকে ১০০ কোটির বেশি টাকা বেআইনিভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তার মধ্যে মাত্র ১১-১২ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। বাকি টাকার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। একইসঙ্গে ভাটপাড়া পুরসভায় মাত্র একটি ঘটনায় সাড়ে চার কোটি টাকা তছরুপের সন্ধান পাওয়া গিয়েছে। এরকম বহু তছরুপ রয়েছে, ফলে মোট তছরুপের পরিমাণ অনেক বেশি।

পুলিশ সূত্রের খবর, কমপক্ষে এই ক্ষেত্রে সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার তছরুপ হয়েছে। তার খুব সামান্য অংশই সামনে এসেছে। রাজ্য পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অর্জুনের বাড়ি, দফতর ও অন্যান্য স্থান তল্লাশির জন্য কোমর বেঁধে নামা হয়েছে। এদিনই অর্জুন সিং এর বাড়ি তালা ভাঙ্গার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার ব্যারাকপুর আদালতের অনুমতি নিয়ে সাংসদের বাসভবন ও দলীয় কার্যালয় ‘মজদুর ভবন’-এ তল্লাশি চালান ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। খুব শীঘ্রই এই তল্লাশি অভিযান আরো বড় হতে পারে বলে দাবি গোয়েন্দাদের।

যদিও অর্জুন সিং দাবি করেছেন, মমতার পুলিশ ইচ্ছে করেই তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানোর কথা ভাবছে। এর আগেও একাধিকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে। মানুষ তাঁর সঙ্গে রয়েছে। এবারের ষড়যন্ত্রও ব্যর্থ হবে। গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *