কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল:
দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউন আইন অমান্য করে অবাধে ঘোরাঘুরি করছে এক শ্রেণির মানুষ। এর ফলে হতে পারে সমস্যা। গোষ্ঠী সংক্রমন নিয়ে বিভিন্নভাবে সচেতন করা হলেও সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে আড্ডা ও রাস্তায় ঘোরাঘুরি। বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করছে না ভিন রাজ্য থেকে আসা যুবক থেকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিকে আটকাতে জেলা পুলিশের নির্দেশে প্রতিটি থানা এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং এবং বিভিন্ন জায়গার বর্ডার এলাকায় কাঁটাতার ও বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতায়াতের রাস্তা। যাতে অন্য জেলার মানুষ আর প্রবেশ করতে না পারে। অবাধে যাতায়াত বন্ধ করার জন্য এবং মহামারী করোনাকে ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে ঘাটাল থানা থেকে।
ঘাটাল থানার বালিডাঙ্গা, কোমরা, দৌলতচক, আনন্দপুর, টুঙির ঘাট এলাকাগুলিতে হুগলি সাথে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাথে যোগাযোগের রাস্তায় কাঁটাতার এবং বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।