সকালে ভিড়, দুপুরে এলাকা জীবাণু মুক্ত করছে পুরুলিয়া পুলিশ

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ এপ্রিল: সকালে হাটে বাজারে ঘটছে জনসমাগম আর দুপুরে এলাকা জীবাণু মুক্ত করছে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও সদর থানার ব্যবস্থাপনায় শুরু হয়েছে জীবাণুমুক্ত করার কাজ।

রবিবার, পুরুলিয়া শহরের হাটতলা মোড় ও সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশেই জীবাণু নাশ করার তরল স্প্রে করা হয়। প্রতিদিন পুরুলিয়া শহরের এই রাস্তার পাশে এখন নিত্য সবজি, মাছ ও ফলের বাজার বসে।জন সমাগম ঘটে প্রচুর মানুষের। পুরুলিয়া জেলা জুড়ে হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং কোয়ারেন্টাইন কেন্দ্র গুলিতে একই ভাবে জীবাণু মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *