আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ এপ্রিল: ঝাড়গ্রাম শহরকে জীবাণুমুক্ত রাখার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শহরের প্রধান রাস্তাগুলি স্যানিটাইজ করা হচ্ছে। ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড় থেকে বাছুরডোবা পর্যন্ত এক কিলোমিটার এবং সেটেলমেন্ট এলাকার নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার রাস্তা জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ করা হয়েছে। জেলা পুলিশের হাতে থাকা জলকামানের সাহায্যে শহরের প্রধান বাজার এলাকা এবং মেন রাস্তার দুই কিলোমিটার অংশে জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে করা হয়েছে।
পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর জানিয়েছেন, শহরবাসীদের আরো বেশি সতর্ক থাকার অনুরোধ জানানোর পাশাপাশি শহরের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হবে।