আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ। মোবাইল গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় অনুসন্ধান চালিয়ে মোবাইলগুলি উদ্ধার করেছিল। মঙ্গলবার মেদিনীপুরে পুলিশ সুপারের দপ্তরে মোবাইল মালিকদের ডেকে মোবাইল গুলি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগকারী ৬০ জনের হাতে তাদের মোবাইলগুলি তুলে দেন পুলিশ সুপার দীনেশ কুমার।
নিজেদের হারিয়ে যাওয়া বা চুরি, ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফেরৎ পাওয়ার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার আবেদন জানান তিনি। যে ৬০ জন এদিন তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়েছেন তারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।