সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ নভেম্বর: সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলায় পুলিশ বিভাগে ব্যাপক রদবদল ঘটেছে।এনিয়ে গতকাল আদেশনামা প্রকাশিত হয়েছে। বাঁকুড়ায় পুলিশ সুপার হয়ে আসছেন সৌমদীপ ভট্টাচার্য। তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। বাঁকুড়ার বর্তমান পুলিশ সুপার বৈভব তেওয়ারি একই পদে পুরুলিয়া জেলায় যাচ্ছেন। এই দু’জনই আই পিএস ক্যাডারের পুলিশ আধিকারিক।
অন্যদিকে দু’জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক বদলি হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার সিদ্ধার্থ দর্জি অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ হয়ে যাচ্ছেন। অন্যদিকে তার জায়গায় আসছেন হুগলি গ্রামীন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মকসুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার মালদা হয়ে যাচ্ছেন। তার জায়গায় আসছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার নিখিল আগরওয়াল, আই পিএস। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম মিত্র পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন হয়ে যাচ্ছেন।

