আমাদের ভারত, নদিয়া, ৩ সেপ্টেম্বর: নদীয়ার পৃথক দুটি এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া দুই কিশোরীকে অন্য দুই জেলা উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার হিজুলি ও গবার চর এলাকা থেকে দুই কিশোরী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনার তদন্ত শুরু করে একজনকে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও অন্যজনকে মুর্শিদাবাদের বহরমপুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পিছনে কোনও নারী পাচার চক্রের হাত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।


