জলপাইগুড়িতে জাতীয় সড়কে আত্মহত্যার মুখ থেকে এক মহিলাকে বাঁচালো পুলিশ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ মার্চ: মৃত্যুর মুখ থেকে এক মহিলাকে বাঁচালো পুলিশ৷ জলপাইগুড়ির আশা মোড় ৩১ডি জাতীয় সড়কের ঘটনা। পুলিশের এই কাজে খুশি সাধারণ মানুষ। ওই মহিলাকে উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে যায় পুলিশ৷ পাশাপাশি মহিলার পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠানো হয়।

জলপাইগুড়ির আশা মোড় তাড়াপাড়ার বাসিন্দা পেশায় কৃষক ভবেন সরকারের স্ত্রী ভক্তি সরকার আজ জাতীয় সড়কে গাড়ির তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ভক্তি দেবীর অভিযোগ, তার স্বামী ভবেন সরকার ও ননদ প্রতিনিয়ত তাকে মানষিক ও শারীরিক অত্যাচার করে। আজ সকালেও ভক্তি সরকারকে ব্যাপক মারধর করে তার স্বামী ভবেন। আর অত্যাচার সহ্য করতে না পেরে সকাল ৮টায় বাড়ি থেকে বেড়িয়ে আসেন ভক্তি দেবী। সকাল থেকে তিনি আশামোড়ে জাতীয় সড়কে রাস্তার ধারে বসেছিলেন। দুপুর ১টা নাগাদ রাস্তা কিছুটা ফাঁকা হতেই চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিতে গেলে সেই সময় কর্তব্যরত সদর ট্রাফিকের ওসি বাপ্পা সাহা ও তার টিম মহিলাটিকে বাঁচাতে সক্ষম হয়৷ কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷

এর পরেই মহিলাকে জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানতে পারে তার স্বামী তার উপর অত্যাচার করতো। আর সেই কারণেই সে নিজেকে শেষ করে ফেলতে চাইছিলেন। মহিলার পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বলে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *