আমাদের ভারত, হাওড়া, ১ সেপ্টেম্বর: মাত্র তিন দিনের ব্যবধানে আবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। জানাগেছে, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এসটিএফ যৌথ অভিযান চালিয়ে ৬ নং জাতীয় সড়কে খলিশানীর কাছে একটি পিকআপ ভ্যানকে থামায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আনুমানিক ৮২ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনায় পুলিশ গাড়ির চালক শেখ রামিজ আলিকে (২৪) গ্রেপ্তার করেছে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানাগেছে গাড়িটি ওড়িশা থেকে নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল।

প্রসঙ্গত, গত শনিবার এই ভাবেই পুলিশ ৬ নং জাতীয় সড়কে পাঁচলা থানার ধামসিয়ায় দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১২০ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছিল উল্লেখযোগ্য এই গাড়ি দুটিও ওড়িশা থেকে নবদ্বীপের উদ্দেশে যাচ্ছিল। কয়েকদিনের ব্যবধানে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারকারীরা কোথায় নিয়ে যাচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।

