সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ সেপ্টেম্বর: পুজোর আগে আবারো বড়সড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের। গোপালনগর থানার পুলিশের জালে আন্তর্জাতিক মোবাইল চোরা পাচার চক্রের দুই। উদ্ধার ৭২ টি মোবাইল ফোন সহ ৫৭১০ বাংলাদেশি টাকা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার রেল কলোনি এলাকার।
বনগাঁ জেলার পুলিশ সুপার জয়িতা বসু জানিয়েছে, শুক্রবার রাতে গোপালনগর থানার ১৬ নম্বর গেট এলাকা থেকে আনোয়ার হোসেন বাংলাদেশি এবং ইমরান মন্ডল নামে ২ যুবককে আটক করে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর। অভিযুক্ত আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে দিন কয়েক আগে ভারতে আসে। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা।
সুত্রের খবর, ধৃত ইমরান মন্ডলের মেহেরপুর এলাকায় মোবাইলের দোকান আছে। বনগাঁ এলাকার বিভিন্ন জায়গা থেকে এই ইমরান মন্ডল চোরাই মোবাইল সংগ্রহ করত। পুলিশের অনুমান এই ইমরান বাংলাদেশের আনোয়ার হোসেনের সহযোগিতায় চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করত। ধৃত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গোপালনগর থানার পুলিশ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তুললে বিচারক ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।