সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ ফেব্রুয়ারি: ছাতনা থানার ঝাঁটিপাহাড়িতে আদিবাসী কিশোরী খুনের ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। এই খুনের ঘটনায় আটক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত যে শনিবার দুপুরে গ্রাম সংলগ্ন এলাকাতে খুন করা হয় কিশোরীকে। আটক যুবক পুলিশি জিজ্ঞাসাবাদের সময় খুনের কথা কার্যত স্বীকারও করে নিয়েছে বলে জানাগেছে। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি এলাকার এক আদিবাসী কিশোরী শনিবার দুপুরে গ্রাম সংলগ্ন মাঠে গরু চরাতে গিয়ে নিঁখোজ হয়ে যায়। সন্ধে পর্যন্ত বাড়ি ফিরে না আসায় ওই কিশোরীর সন্ধানে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। অনেক খোঁজার পর গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে ওই কিশোরীর দেহ খুঁজে পাওয়া যায়। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। রবিবার মৃতদেহের ময়না তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় যে ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়। এই রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ভাবে নাশিস কিস্কু নামে এলাকারই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে নাশিস নামে ওই যুবক কিশোরীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। প্রেমের সম্পর্কে টানাপোড়েন, না পারিবারিক বিবাদের জেরে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।