Police, Madhyamgram, মধ্যমগ্রামে ট্রলি কান্ডে পুকুর থেকে উদ্ধার ঘটনায় ব্যবহৃত বঁটি, মা ও মেয়েকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ মার্চ: ট্রলি-কাণ্ডে পুকুর থেকে উদ্ধার হলো খুনে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সুমিতা ঘোষের খুনের ঘটনায় অভিযুক্ত ফাল্গুনী ঘোষদের বাড়ির কাছের এক পুকুর থেকে ধারালো বঁটি উদ্ধার করল পুলিশ। একই সঙ্গে সন্ধান পাওয়া গিয়েছে একটি হাতুড়ি এবং দাঁ। যা এই খুনে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। তবে এখনও দেহ কাটায় ব্যবহৃত ছুরিটির খোঁজ চলছে। সঙ্গে খোঁজ চলছে দ্বিতীয় ট্রলিটির।

পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুনের পর তাঁর দেহ তিন টুকরো করা হয়েছিল। নীল রঙের ট্রলিতে সেই মৃতদেহের খণ্ডাংশ ভরা হয়েছিল। মৃতার পা ট্রলিতে ভরতে সমস্যা হওয়ায় বঁটি দিয়ে দুটি পা কাটা হয়। দেহের অন্যান্য অংশও খণ্ড করার জন্য সেই বঁটি ব্যবহার হয়েছিল বলে খবর। সেই কাজের পর বাড়ির ঠিক উলটো দিকের পুকুরে সেই বঁটি ও একটি হাতুড়ি ফেলে দেয় ফাল্গুনী ও আরতি। জেরার মুখে ধৃত মা-মেয়ে সেই কথা জানিয়েছিল বলেই খবর। এরপরই সেই অস্ত্র উদ্ধারের পরিকল্পনা নিয়েছিলেন তদন্তকারীরা। এদিন সকালে ফাল্গুনী ও আরতিকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়। পুকুরের কোথায় অস্ত্র ফেলেছে, সেই জায়গা তারা দেখিয়ে দেয়। এরপরই পুকুরে ডুবুরি নামানো হয়। মিনিট ১৫-র মধ্যে উদ্ধার হয় ওই বঁটি ও একটি ছোট হাতুড়ি। খুনে আরও ছুরিও ব্যবহার হয়েছে বলে খবর। সেই ছুরিরও খোঁজ চলছে।

সূত্রের খবর, সোমবারই ট্রলি-কাণ্ডে উঠে এসেছিল নতুন তথ্য। মধ্যমগ্রামে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা লাল রঙের আরও একটি ট্রলি দেখতে পান অভিযুক্তদের হাতে। অথচ নীল রঙের বড় একটি ট্রলিতে পিসিশাশুড়ির দেহ কেটে ঢুকিয়েছিলেন ফাল্গুনীরা। তখনই প্রথম জানা যায়, একটি নয়, দু’টি ট্রলি ছিল। পুলিশ খোঁজ চলাচ্ছে দ্বিতীয় ট্রলিটির।

খুনের পর দেহ বাড়িতে রেখে জায়গা রেইকি করতে বেরিয়েছিল মা-মেয়ে। শোভাবাজারের কাছে গঙ্গায় মৃতদেহ ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো গত মঙ্গলবার সকালে নীল ট্রলি ব্যাগে দেহাংশ ভরে ট্যাক্সি করে আহিরীটোলার গঙ্গার ঘাটে যায় তারা। ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার সময় ওই এলাকার সাধারণ মানুষের সন্দেহ হয়। তাদের আটকে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ গিয়ে ট্রলিব্যাগ খুলতেই ওই ভয়াবহ ঘটনা সামনে আসে। তদন্তে জানা গিয়েছে, ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে সুমিতাকে। সেই ইট আগেই উদ্ধার করেছে পুলিশ। মা-মেয়েকে নিয়ে বীরেশপল্লিতে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *