আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৬ সেপ্টেম্বর: বাজারে আলুর কালো বাজারি রুখতে হঠাৎ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বিভিন্ন বাজারে হানা দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রাম থানার পুলিশ অফিসাররা রবিবার ছুটির দিনে প্রথমে পাইকারি আলু বিক্রেতাদের কাছে গিয়ে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর বাজার দর জানেন। পাইকারি বাজারে বর্তমানে এক বস্তা অর্থাৎ ৫০ কেজি জ্যোতি আলুর দাম ১৩৫০ টাকা, চন্দ্রমুখী ৫০ কেজি আলুর দাম ১৪০০ টাকা। তবে খোলা বাজারে মধ্যমগ্রাম এলাকায় বিভিন্ন আলু বিক্রেতা সাধারন ক্রেতাদের থেকে বিভিন্ন রকম দাম নিচ্ছেন, এই অভিযোগ পেয়ে রবিবিবার মধ্যমগ্রাম থানার পুলিশ কর্মীরা হানা দেয় মধ্যমগ্রামের বাজারে।
দোকানদার তথা বিক্রেতাদের পুলিশ কর্মীরা বোঝান, যাতে কেউ কালো বাজারি না করে। মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিক বলেন, বাজারের ব্যবসায়ী সমিতির উচিত বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারদর নিয়ন্ত্রনে রাখা । আমরা আজকে ঘুরে দেখলাম, দোকানদারদের সচেতন করেছি, বুঝিয়েছি যাতে কোনও বাজারে আলুর কালো বাজারি না হয়। ব্যবসায়ী সমিতি যদি ব্যবসায়ীদের নিয়ে এ বিষয়ে কোনও মিটিং করে, সেখানে আমরাও থাকব। গরিব মানুষ, সাধারন মানুষ যাতে আলু কিনতে পারে, সেরকম বাজারদর রাখতে হবে।

