কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: ঘাটাল বাজারে মাস্ক অভিযানে ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতিতেও মানুষজন উৎসবে মেতে ওঠার জন্য তৈরি হচ্ছেন। হাটে, বাজারে, শপিং মলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা প্রতিরোধের জন্য মাস্ক পরা জরুরি।
পুলিশ প্রশাসন নজর রাখা শুরু করেছে সমস্ত দোকান এবং বাজারে, ঠিকমতো মাস্ক ব্যবহার হচ্ছে কি না। ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে।
এইজন্য দোকানগুলি পরিদর্শনে নেমেছেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। কোনও ক্রেতা কিংবা বিক্রেতা যদি মাস্ক না পরেন, তাকে সতর্ক করছেন। যদি কথা না শোনা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন। পাশাপাশি যেসব দোকানদার এবং ক্রেতারা মাস্ক পরছেন তাদের ধন্যবাদ জানাচ্ছেন ওসি দেবাংশু ভৌমিক। ঘাটালের সমস্ত বাজার দোকান শপিংমলগুলোতে এইভাবে চেকিং চলবে বলে জানাগেছে।