সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ ফেব্রুয়ারি: জুয়ার আসরে আচমকা পুলিশের হানায় ধারা পড়লো ৬ জুয়াড়ি। গতকাল গভীর রাতে এই অভিযান চালায় জয়পুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসুরালিতে।
জয়পুর থানার ময়নাপুরের আসুরালিতে চলছিল জুয়ার আসর।চারদিক ঘেরা নির্জন স্থানে নির্বিঘ্নেই চলছিল জুয়ার আসর। বেশ কিছু দিন ধরেই এই আসর বসছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগও ছিল। গতকাল গভীর রাতে ওই আসরে হানা দেয় পুলিশ।পুলিশি অভিযান টের পেয়ে আসরের মূল হোতা গা ঢাকা দেয়। আসর থেকে ৬ জনকে গ্ৰেপ্তার করা হয়। পলাতক মূল হোতার খোঁজ চলছে, ঘটনাস্থল থেকে তার মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

