আমাদের ভারত, মেদিনীপুর, ৭ এপ্রিল: মঙ্গলবার ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলার কুবাকোন্ডা থানা এলাকার গোঙ্গাপাল সড়কের কোরিরাসে নকশালদের সুড়ঙ্গ তৈরির তৎপরতা বানচাল করে দিল পুলিশ। দান্তেওয়াড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নকশালদের তৈরি করা ওই সুড়ঙ্গে একশ কেজির বেশি বিস্ফোরক পুঁতে রাখা সম্ভব। গোয়েন্দা দপ্তর থেকে খবর পেয়ে কুবাকোন্ডা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নকশালদের সেই তৎপরতা বানচাল করে দেয়।
দান্তেওয়ারা জেলা পুলিশ এক্ষেত্রে বড় সফলতা পেলেও পুলিশ বাহিনী পৌঁছানোর আগেই অবশ্য নকশালরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।