জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট: লকডাউনে সরকারি নির্দেশ উপেক্ষা করে রাস্তায় বের হওয়ায় বৃহস্পতিবার মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় নিয়মভঙ্গকারীদের কান ধরে উঠবস করিয়ে সবক শেখাল পুলিশ। বৃহস্পতিবার পঞ্চম সম্পূর্ণ লকডাউন কার্যকর করতে সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। শহরের গলিপথেও পুলিশি টহলদারি ছিল চোখে পড়ার মতো।

অন্যান্য লকডাউনের দিনগুলির মতো বৃহস্পতিবারের লকডাউনও প্রায় পুরোপুরি সফল হয়। শহরের সমস্ত রাস্তাঘাট ছিল শুনশান। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি। যারা রাস্তায় বের হচ্ছিলেন তাদেরকে পুলিশ ধরে জিজ্ঞাসাবাদ করেন। এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও দেখেন। শহরের বটতলা চক, কেরানিতলার চক প্রভৃতি এলাকায় কিছু যুবককে যাতায়াত করতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে না পারায় রাস্তার মাঝেই তাদের কান ধরে উঠবস করিয়ে ভুল শোধরানোর চেষ্টা করেছে পুলিশ। কান ধরে উঠবস করানোর ঘটনা সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিছুক্ষণ পর শহর আরো শুনশান হয়ে যায়।

