আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: থানার বর্ষপূর্তিতে স্কুল পড়ুয়াদের হাতে নতুন ব্যাগ, খাতা, স্লেট, রবার এবং কলম তুলে দিল গুড়গুড়িপাল থানার পুলিশ। সেই সঙ্গে তাদের খাওয়ানো হল দুপুরের খাবার। মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলে ঘেরা গুড়গুড়িপালে গড়ে ওঠা থানার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এলাকার স্কুলের পড়ুয়াদের এবং বিশিষ্ট ব্যক্তিদের। আমন্ত্রিতের তালিকায় ছিলেন পুলিশের কর্তা থেকে এলাকার জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিল লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয়ের শ’দুয়েক পড়ুয়া। স্কুলের কচিকাঁচাদের হাতে খাতা ব্যাগ কলম পেন্সিল রাবার ইত্যাদি উপহার তুলে দেন থানার পুলিশ কর্মীরা।
অনুষ্ঠান মঞ্চে ছিলেন ডিএসপি অপারেশন উৎপল পুরকায়েত, ওসি রবি স্বর্ণকার, সিআই (কেশপুর) কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার, মণিদহ গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জন বেরা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। প্রায় ২০০ -র উপরে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার সরঞ্জাম দেওয়া হয়।