আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ এপ্রিল: ইসলামপুর শহরে ভিড় হটাতে যাওয়া পুলিশ কর্মীদের মারধর। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তেজনা ছড়ায়।
জানাগেছে, ইসলামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মায়া সিনেমা হল সংলগ্ন বস্তি এলাকায় অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে এলাকার মানুষ। জনতার ছোড়া ইটে গুরুতর জখম বেশকয়েকজন পুলিশ কর্মী। ঘটনার জেরে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ, কমব্যাট ফোর্স। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপিও সোমনাথ ঝা, ইসলামপুর পুলিশ জেলার সুপার শচিন মক্কর। তবে গতকাল গভীর রাত পর্যন্ত ঘটনার রেশ চললেও অভিযুক্তকে গ্রেপ্তার না করেই ফিরে যেতে হয় পুলিশকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইসলামপুর শহরের পুরানো দমকল কেন্দ্র এলাকায় থাকা টাইগার ক্লাবের সামনে কিছু যুবক জড়ো হয়েছিল। সেই যুবকদের ভিড় হটিয়ে বাড়ি যাবার কথা বলতেই ওই যুবকরা লাঠি সোটা নিয়ে দুই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।