স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ আগস্ট: থানার পেট্রোলিং গাড়িতে সাপ। পুলিশ গাড়িতে সাপের আতঙ্ক। রানাঘাট থানার একটি পুলিশ গাড়ি টহল দিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বেগোপাড়ায় পৌঁছায়। সেই সময় গাড়িতে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীদের হঠাৎই গাড়ির ভেতরে একটি গোখরো সাপ নজরে আসে।

এরপর রানাঘাট বন দফতরে খবর দিলে বনকর্মীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও মেলেনি সাপের সন্ধান। অনুমান সাপটি নজর এড়িয়ে বেরিয়ে যেতে পারে অথবা ঘাপটি মেরে গাড়ির ভেতরে লুকিয়ে থাকতে পারে। ব্যস্ততম পুলিশ গাড়ি সাপের আতঙ্কে থমকে রইল থানাতে। গাড়িতে চাপতে ভয় পাচ্ছেন পুলিশ কর্মীরা।

