আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ আগস্ট: স্কুলের মিড ডে মিলের চাল, আলু, ছোলা কম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পরিবারকে। এই অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষক আব্দুল মতিন মোল্লাকে ঘিরে বিক্ষোভ দেখান। কিন্তু অভিযোগ অস্বীকার করেন দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কোচপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ঐ প্রধান শিক্ষক। তখনই উত্তেজিত গ্রামবাসী চড়াও হয় তাঁর উপর। বেধড়ক মারধর করে তাঁকে। স্কুলে ভাঙ্গচুরের পাশাপাশি প্রধান শিক্ষকের মোটর সাইকেলও ভাঙ্গচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিনের পর দিন স্কুলের মিড ডে মিলের চাল, আলু চুরি করছেন প্রধান শিক্ষক। এই ঘটনায় তাঁকে সহযোগিতা করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পারভিন নাহার ও তাঁর স্বামী আমিরুল ইসলাম। এদিন স্কুলে বিক্ষোভের পাশাপাশি ঐ পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়াও হন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যেতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। শুরু হয় পুলিশ ও জনতা সংঘর্ষ। পুলিশের গাড়ি ভাঙ্গচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি বেগতিক দেখে লাঠি চার্জ করে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বসেছে পুলিশ পিকেট।