সাথী দাস, পুরুলিয়া, ১ নভেম্বর: রাজ্যে এখনও জারি রয়েছে করোনা বিধি। মানতে হবে শারীরিক দূরত্ব বিধি, পরতে হবে ফেস মাস্ক। পাশাপাশি বহাল রয়েছে নাইট কারফিউ। কোভিড বিধি ও সরকারি নির্দেশিকা কার্যকর করতে সকাল থেকেই রঘুনাথপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
করোনা সচেতনতা ও সাধারণ মানুষকে সতর্ক করার জন্য কদিন ধরেই মাইকিং করে প্রচার করা হয় রঘুনাথপুর থানার পক্ষ থেকে। যদি কোনও ব্যক্তি করোনা বিধি অমান্য করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু এর পরেও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় অসচেতনতা। আজ তার বিরুদ্ধে কড়া হাতে রাশ টানে রঘুনাথপুর থানার পুলিশ। বিধি ভঙ্গকারীদের বাগে আনতে তাদের আটক করে রঘুনাথপুর থানার পুলিশ। ২৫ জনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।