Tathagata, Jadavpur, যাদবপুর ক্যাম্পাসে পুলিশ, প্রকাশ্যেই সমর্থন তথাগতর

আমাদের ভারত, ১১ মার্চ: কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সোমবারই সাদা পোশাকে বিশাল পুলিশ বাহিনী ছিল ক্যাম্পাসের আর্টস ফ্যাকাল্টির আনাচেকানাচে। তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রকাশ্যেই দাবি করলেন, ক্যাম্পাসে পুলিশের অবশ্যই ঢোকার অধিকার আছে।

তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ ঢুকতে পারবে না – এটা একটা কুসংস্কার। গণতন্ত্রে আইনের ঊর্ধ্বে কেউ নয়। ছাত্র, শিক্ষক, ভাইস-চ্যান্সেলর, কেউই নয়। অপরাধ নিবারণের জন্য বা অপরাধী ধরার জন্য একশোবার পুলিশ ঢুকবে, অনুমতি ছাড়াই ঢুকবে। পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস, সেটা আলাদা প্রশ্ন।”

প্রসঙ্গত, ওমপ্রকাশবাবু সোমবার ক্যাম্পাসে ঢোকার আগে থেকেই পাঁচ নম্বর গেটের বাইরে সাদা পোশাক ও উর্দিধারী আরও পুলিশ মোতায়েন ছিল। প্রবীণ এই অধ্যাপক ক্যাম্পাসে ঢোকার সময়ে গেটের বাইরে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মীরাও অনেকে ভিতরে ঢুকে পড়েন। উর্দিধারীরা ছিলেন বাইরে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ক্যাম্পাসে পুলিশকে ডাকল কে? কারণ, ১ মার্চ যে দিন পড়ুয়াদের একাংশের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর ক্যাম্পাস, সেদিন শুধুমাত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তারক্ষীরা ছাড়া কোনও পুলিশকর্মী ক্যাম্পাসে ঢোকেনি।

ব্রাত্যবাবু নিজে বলেছিলেন, তিনি নিরাপত্তার জন্য শিক্ষাঙ্গনে পুলিশ ডাকবেন না। অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত সেদিন পরিস্থিতি বিবেচনা করে পুলিশ ডাকতে চাইলেও মন্ত্রী তাতে রাজি হননি। তা ছাড়া শিক্ষাঙ্গণে প্রতিষ্ঠানের নির্দেশ ছাড়া পুলিশ না–ঢোকাটাই রীতি। তা হলে পুলিশ কেন এদিন ক্যাম্পাসে? সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, ‘কে পুলিশ ডেকেছে, আমি জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *