বিজেপি কর্মী খুনে অভিযুক পুলিশ অফিসাররা কেউ জেলের বাইরে থাকবেন না, হুঁশিয়ারি সায়ন্তন বসুর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ সেপ্টেম্বর: পুলিশকে সতর্ক করলেন রাজ্য বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু। যে সমস্ত পুলিশ অফিসার অনুপের মত বিজেপি কর্মীদের খুনের ঘটনায় যুক্ত আছেন আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই সমস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করবে বিজেপি। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে। অভিযুক্ত পুলিশ অফিসাররা কেউ জেলের বাইরে থাকবেন না বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু।

বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা গ্রামে এক ছিনতাই এর ঘটনায় ইটাহার থানার নন্দন গ্রামের যুবক বিজেপি কর্মী অনুপ রায়কে রায়গঞ্জ থানার পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল। রাতে অনুপের মৃত্যু হয়।বিজেপি র অভিযোগ, থানায় নিয়ে এসে অনুপের উপর অমানুষিক অত্যাচার করে। পুলিশী হেফাজতেই অনুপের মৃত্যু হয়। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন,মস্তিস্কে অস্বাভাবিক রক্তক্ষরণে অনুপের মৃত্যু হয়েছে।

রাতারাতি মৃতদেহ ময়নাতদন্ত হওয়ায় নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মৃত যুবকের মা পুনরায় ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে দাবি করেছেন। পুনরায় ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত তারা মৃতদেহ রায়গঞ্জ হাসপাতাল মর্গ থেকে নেবেন না। মৃত অনুপ রায়ের দেহের পূনরায় ময়নাতদন্ত এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবিতে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *