আমাদের ভারত, ১৩ নভেম্বর: ফের একবার সুকান্ত মজুমদারের নিশানায় রাজ্য পুলিশ। এবার একেবারে ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশের এক অফিসার রাজ্যের শাসক দলের হয়ে কথা বলছেন বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, সেই পুলিশ কর্মী জনসমক্ষেই তৃণমূলকে সমর্থন করার কথা বলছেন। ফলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে আবার একবার প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
ভিডিও পোস্ট করে সুকান্ত লিখেছেন, অবিশ্বাস্য! কলকাতা পুলিশের সিনিয়র অফিসার বাপ্পাদিত্য নস্কর প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। উল্লেখ্য, তিনি নিজে একজন টিএমসি বিধায়কের ছেলে। সমস্যায় থাকা টিএমসি কর্মীদের সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছেন এই পুলিশ অফিসার। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কতটা গভীর ভাবে ছড়িয়ে পড়েছে যে, কর্মকর্তারা এখন প্রকাশ্যে শাসক দলের পাশে দাঁড়িয়ে আছেন। এই ধরনের পক্ষপাতিত্বই প্রমাণ করে দেয় যে কিভাবে অনুগতদের ব্যবহার করে রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হয়।
সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওতে মঞ্চে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বলতে শোনা গেছে, আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় তা করবেন। আমাদের সবারই একটাই লক্ষ্য, মা মাটি মানুষের সরকারের একটাই লক্ষ্য, জনগণের উন্নয়ন। যতদিন আপনারা চাইবেন ততদিন আমরা আপনাদের পাশে আছি। সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলুন, কী সামাজিক ক্ষেত্রে। যে কোনো সমস্যায় আমরা একযোগে পথ চলবো।
দিন কয়েক আগেও বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের তৃণমূলের দলদাস বলে তোপ দেগেছিলেন। বলেছিলেন, দলদাস পুলিশের উচিত তাদের টুপি থেকে অশোক স্তম্ভ সরিয়ে হাওয়াই চটি লাগানো। এরপরই এই মন্তব্যের জন্য তৃণমূল তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ করে। কমিশনের তরফেও তাকে শো-কজ করা হয়। কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন, তিনি কোনো ভুল বলেননি। এবার এই ভিডিও পোস্ট করে সম্ভবত নিজের বলা কথাগুলো যে ঠিক সেটাই বোঝাতে চাইলেন বঙ্গ বিজেপির সেনাপতি।