সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ সেপ্টেম্বর: প্রায় কুড়িদিন পর নেপাল সীমান্ত থেকে নিখোঁজ হয়ে যাওয়া ভাই-বোনকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার শিমুলপুর পঞ্চায়েতের বণিকপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, প্রতিবেশী এক মহিলার চক্রান্তে ওই কিশোর কিশোরীকে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল। ঘটনার দিনই গাইঘাটা থানার দ্বারস্থ হয় কিশোর কিশোরীর পরিবার। পুলিশ তদন্তে নেমে প্রায় ২০ দিন পর নেপাল বর্ডার থেকে তাদের উদ্ধার করে। বুধবার সকালে তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। যদিও এই ঘটনার পেছনে কে বা কারা আছে তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আনন্দ বিশ্বাসের দুই ছেলে এক মেয়ে। বড় মেয়ের বয়স ১৩, মেজো ছেলের বয়স ১১ ও ছোট ছেলের বয়স ৯ বছর। প্রতিদিনের মতো আনন্দবাবু ও তাঁর স্ত্রী কাজে বেরিয়ে যান। বাড়িতে ছেলে মেয়েরা থাকতেন। এদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন মেয়ে ও মেজো ছেলে বাড়িতে নেই। আশপাশে খোঁজাখুঁজির পর ছোট ছেলের কাছে জানতে পারে প্রতিবেশী এক মহিলা তাঁদের ডেকে নিয়ে গিয়েছে। এরপর ঘটনার বর্ণনা দিয়ে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ করেন আনন্দবাবু। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেন। প্রতিবেশী মহিলার মোবাইলের টাওয়ার লোকেশান দেখে প্রায় ২০ দিন পর নেপাল সীমান্ত থেকে ওই দুই কিশোর কিশোরীকে উদ্ধার করে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চাইছে না। আজ বাবা মাকে ফিরে পেয়ে খুশি নিখোঁজ হয়ে যাওয়া দুই ভাই বোন।
আনন্দবাবু বলেন, পুলিশের তৎপরতায় আমাদের ছেলে মেয়েকে খুঁজে পেয়েছি। পুলিশের ভূমিকায় খুশি পরিবার। তবে সম্প্রতি গাইঘাটা এলাকায় ফের পাচারকারীদের দাপট বেড়েছে বলে মনে করছেন এলাকার মানুষ।

