স্বরূপ দত্ত, আমাদের আমাদের, উত্তর দিনাজপুর: ১৫ টি উট উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। উদ্ধার হওয়া উটগুলির মধ্যে ১ টি উট অসুস্থ হয়ে মারাও যায়। অসুস্থ হয়ে পড়ে বাকি উটগুলিও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার কুকরিটোলা এলাকায়।

এদিকে উদ্ধার হওয়া উট দেখতে ভিড় উপচে পড়েছে ডালখোলার পাতনোর খোঁয়ারে। উটগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা সেগুলো পাচার করা হচ্ছিল কিনা তার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার কাজিভিটা মার্কেট এলাকায় লরি থেকে নামিয়ে ১৫ টি উট কুকরিটোলা গ্রাম দিয়ে বিহারের দিকে নিয়ে যাচ্ছিল কয়েকজন মানুষ। গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ কুকরিটোলা গ্রাম থেকেই উদ্ধার করে ১৫ টি উট৷ পুলিশ একজন ব্যক্তিকে আটকও করে। এরপর উটগুলিকে নিয়ে আসা হয় ডালখোলার পাতনোর এলাকার একটি খোঁয়ারে। এরই মধ্যে উটগুলি অসুস্থ হয়ে পড়ে। ১ টি উটের মৃত্যুও ঘটে। বাকি অসুস্থ উটগুলির চিকিৎসার ব্যাবস্থা করেছে ডালখোলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া উটগুলি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে পাতনোর খোঁয়ারে।

